(তোফায়েল আহমেদ (Tofail Ahmed))
(প্রফেসর তোফায়েল আহমেদ জন্ম ১৯৫৪ সালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুরে। পড়াশোনা ফতেপুর মাদ্রাসা, ফতেয়াবাদ হাই স্কুল, চট্টগ্রাম কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। চবিতে রাজনীতি ও লোক প্রশাসন নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর করেন। পরবর্তীতে তিনি বার্ড কুমিল্লা-তে চাকুরিকালিন সময়ে যুক্তরাজ্যের ওয়েলস্ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসসি ও রাজনৈতিক অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫-এ স্বেচ্ছাসেবী হাইস্কুলে শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু, পরে চবির অধ্যাপক এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। মাঝে তিনি বার্ড কুমিল্লাসহ স্থানীয় সরকার কমিশন, জাতিসংঘ উন্নয়ন সংস্থা, বিআইজিডি, মানুষের জন্য ফাউন্ডেশন, ব্র্যাক ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, এডিবি, ইউনিসেফ, ডিএফআইডি, বিশ্ব ব্যাংক-এর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়াও সুজন, সুপ্র, স্থানীয় সরকার সহায়ক গ্রুপ, টিআইবি, কোস্ট ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। রাজনীতি ও নির্বাচন বিশ্লেষক কলামিস্ট হিসেবে তার খ্যাতি রয়েছে। প্রকাশিত বইয়ের সংখ্যা ২৫টি। Decentralisation and the Local State: A Study on the Political Economy of Local Governance in Bangladesh (2012); Decentralisation and People’s Participation in Bangladesh (1988); Bangladesh : Reform Agenda for Local Governance (2016); সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি : কুমিল্লা সমবায়ের নবতর প্রাতিষ্ঠানিক পুনর্গঠন (২০০৩); বৃত্ত ও বৃত্তান্ত (২০১১); নগরায়ণ ও নগর সরকার (২০১৮); বিশ্ব রাজনীতিতে মুসলিম প্রশ্ন (২০১৮) অন্যতম। ২০১৯ সালে শিক্ষা বিষয়ক অবদানের জন্য তিনি ‘মাকেন্টাইল ব্যাংক সম্মাননা ২০১৯’ এবং স্বর্ণপদকে ভূষিত হন।)