(কাজী সাহানা সুলতানা (Kazi Sahana Sultana))
(‘শহীদুল জহিরের কথাসাহিত্য : বিষয় ও শিল্পরূপ’ অভিসন্দর্ভের জন্য পিএইচ.ডি. ডিগ্রি লাভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে, ২০২২ সালে। বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে কৃতিত্বের সঙ্গে ¯œাতকোত্তর সম্পন্ন করেছেন। প্রথম শ্রেণিতে ব্যাচেলর অব এডুকেশন ডিগ্রি অর্জন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে, ২০০৭ সালে। শিক্ষকতা করেছেন ফেনী গার্লস ক্যাডেট কলেজ, মির্জাপুর ক্যাডেট কলেজ, টাংগাইল; কবি নজরুল বিদ্যানিকেতন, ত্রিশাল, ময়মনসিংহে। বর্তমানে তিনি ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজ, ময়মনসিংহে শিক্ষকতায় কর্মরত রয়েছেন। বাবা সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা হওয়ায় কাজী সাহানা সুলতানাকে দেশের বিভিন্ন স্থানে প্রাতিষ্ঠানিক পাঠ গ্রহণ করতে হয়েছে। বিভিন্ন অঞ্চলে থাকবার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে পড়বার কারণে তাঁর অভিজ্ঞতা অনেকটা শহীদুল জহিরের মতোই। যদিও তিনি শহীদুল জহিরের মতোন কথাশিল্পী নন। তবে, তিনি কথাসাহিত্যের গবেষক এবং প্রকৃত অর্থেই একজন পরিশ্রমী গবেষক। ব্যক্তিজীবনে কাজী সাহানা সুলতানা তিন পুত্র সন্তানের মা; পুত্রত্রয় হলো : শীর্ষ সুহৃদ সাইয়িন, প্রাজ্ঞ প্রাঞ্জল প্রাচুর্য ও শুদ্ধ সুপ্রাণ ঐশ্বর্য। বিশিষ্ট লেখক, গবেষক ও অধ্যাপক মাওলা প্রিন্স তাঁর ঘনিষ্ঠতম বন্ধু ও দীর্ঘ পথচলার সঙ্গী।)