(মনজুরুল হক (Monjurul Haque))
(জন্ম-খুলনায়। বেড়ে ওঠা, শিক্ষা-খুলনা, চুয়াডাঙ্গা, দর্শনা, দিনাজপুর, ঢাকা। ধর্তব্য পরিচিতি-লেখক, সাংবাদিক। ২০০৯ সালে প্রথম প্রকাশিত ‘শকুমেন্টারি শকোথেরাপি এবং কর্পোরেট ডেমোক্র্যাসি’-কলাম সংকলন। ‘আ লিটল ফাইটার স্লিপিং উইথ আর্মস’- সত্য ঘটনা অবলম্বনে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। ‘অসমাপ্ত বিপ্লব অমর বিপ্লবী কমরেড চারু মজুমদার’, ‘স্তালিন : মিথ্যাচার এবং প্রাসঙ্গিকতা’, ‘পূর্ববাংলার সাত দশকের কমিউনিস্ট রাজনীতি’, ‘সরোজ দত্ত : নকশাল দ্রোহের মৃত্যুঞ্জয়ী প্রাণ’ বইগুলো রাজনৈতিক গবেষণাগ্রন্থ। ‘উপমহাদেশের কৃষক বিদ্রোহের ইতিহাস’ এবং ‘আসাম এনআরসি ভারতের বিতর্কীত পদক্ষেপ এবং বাংলাদেশ’ বই দুটো ভূরাজনৈতিক ইতিহাস। ‘পেটকাটি চাঁদিয়াল’ একটি নিচুতলার উপন্যাস আর এন্টিগল্প জেনর বুক-‘ব্রুটাল’। শিশুতোষ গল্পগ্রন্থ-‘হবো ও ও ও ও’। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন পত্র-পত্রিকা, ওয়েব পোর্টাল, সংকলনে লেখালিখি চলছে...)