মওলানা আজাদ সুবহানি
একজন আলেম, রাজনীতিবিদ ও দার্শনিক। জন্ম ১৮৮২ সালে, ভারতের উত্তর প্রদেশে। ব্রিটিশবিরোধী স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। পাকিস্তান আন্দোলনেও অংশ নিয়েছিলেন, কিন্তু অসুস্থতার কারণে পাকিস্তানে কিংবা পূর্ব বাংলায় হিজরত করা সম্ভব হয়নি। এর পরেও তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তিনি সরাসরি প্রভাব বিস্তার করেছিলেন মজলুম জননেতা মওলানা ভাসানী ও খেলাফতে রাব্বানী পার্টির প্রধান আবুল হাশিমের ওপর। তিনি ছিলেন তাদের রাজনৈতিক ও আধ্যাত্মিক গুরু। বিশেষ করে মওলানা ভাসানী তার সংগ্রামী জীবনে কদমে কদমে আজাদ সুবহানির 'মেথড' অনুসরণ করেছেন। ১৯৫৭ সালে তিনি ইন্তেকাল করেন।