সাইয়্যিদ সুলাইমান নদবি
১৮৮৪ সালে ব্রিটিশ-ভারতের বিহারের দিসনাতে জন্মগ্রহণ করেন তিনি। ভারতীয় উপমহাদেশে বিগত দুই শতকে যে অল্প কয়জন মনীষা সিরাত, ইতিহাসবিদ্যা, ভূগোলবিদ্যা, সাহিত্য ও জ্ঞানগবেষণায় অনন্য উচ্চতা স্পর্শ করেছেন এবং সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন তাদের অন্যতম তিনি। তার রচিত বহু বই বাংলা, ইংরেজি ও আরবিসহ অনেক ভাষাতে অনুবাদ হয়েছে। ১৯৫৩ সালে উর্দু সাহিত্যের এই স্তম্ভপুরুষ ইনতিকাল করেন।