৪৮-৭২ ঘন্টায় ক্যাশ অন ডেলিভারি। ০১​৫​৮১১০০০০১​

Cover Image Of Single Author Page
কার্ল মার্কস / Karl Marx

কার্ল মার্কস

কার্ল মার্ক্স ১৮১৮ সালের ৫ মে জার্মানির ট্রিয়ার শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা হাইনরিখ মার্ক্স ছিলেন একজন আইনজীবী এবং মাতা হেনরিয়েটা প্রেসবার্গ। ইহুদি পরিবারে জন্ম নেওয়া মার্ক্সের বাবা পরে খ্রিস্টধর্ম গ্রহণ করেন। শৈশবে মার্ক্স ছিলেন কৌতূহলী এবং মেধাবী, যা তাকে পরবর্তী জীবনে গভীর চিন্তক এবং দার্শনিক হতে অনুপ্রাণিত করে। কিশোর বয়সে মার্ক্স সাহিত্য এবং দর্শনে গভীর আগ্রহ দেখান। ১৮৩৫ সালে তিনি বন বিশ্ববিদ্যালয়ে আইন অধ্যয়ন শুরু করেন, তবে পরবর্তীতে বার্লিন বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হন। সেখানে তিনি দর্শন এবং ইতিহাসে মনোনিবেশ করেন। তার প্রিয় শিক্ষক হেগেলের দর্শনের প্রতি তার দার্শনিক ভিত্তি গড়ে তোলে। ছাত্রজীবনেই তিনি রাজনীতি এবং সমাজবিজ্ঞানের তত্ত্ব নিয়ে আলোচনা শুরু করেন। মার্ক্সের রাজনৈতিক জীবন শুরু হয় ১৮৪৩ সালে, যখন তিনি রাইনিশ জেইতুং নামে একটি পত্রিকার সম্পাদক হিসেবে কাজ শুরু করেন। সেখানে পুঁজিবাদ এবং সামাজিক অবিচার নিয়ে লেখার জন্য সরকার তাকে নির্বাসনে পাঠায়। এরপর তিনি প্যারিসে যান, যেখানে তার সঙ্গে ফ্রিডরিখ এঙ্গেলসের বন্ধুত্ব গড়ে ওঠে। এই সম্পর্ক তাদের যুগান্তকারী রচনা কমিউনিস্ট ম্যানিফেস্টো (১৮৪৮) প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মার্ক্স তার পুরো জীবন পুঁজিবাদী ব্যবস্থার সমালোচনা এবং সাম্যবাদী সমাজব্যবস্থা প্রতিষ্ঠার তত্ত্ব নিয়ে কাটিয়েছেন। তার লেখা দাস ক্যাপিটাল পুঁজিবাদের অর্থনৈতিক কাঠামোর গভীর বিশ্লেষণ প্রদান করে। জীবনের শেষ পর্যায়ে তিনি লন্ডনে স্থায়ী হন এবং সেখানেই ১৮৮৩ সালের ১৪ মার্চ মৃত্যুবরণ করেন। তার চিন্তাধারা পরবর্তী শতাব্দীতে বিপ্লবী আন্দোলন এবং আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলোর ভিত্তি স্থাপন করে।

WhatsApp Icon