রোকেয়া আশা
জন্ম ৮ মার্চ, নারী দিবসে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। অর্থাৎ তার পড়াশোনার বিষয় মানুষ। যদিও তিনি নিজেকে প্রায়ই বিড়াল দাবি করেন। ‘শিক্ষার কোনো শেষ নেই’ দাবি করে বর্তমানে শিক্ষার ওপরই দ্বিতীয় মাস্টার্স করছেন ব্র্যাকের ইনস্টিটিউট অফ এডুকেশন এন্ড রিসার্চে। যদিও নিন্দুকেরা বলবে, এসবই দায়িত্ব থেকে পালিয়ে থাকার ধান্দা। বই, পশুপাখি, পাহাড় ও ক্যাফেইন ভালোবাসেন। ইতিহাসে এবং মিথলজিতে আগ্রহ প্রবল। পরিবার, বন্ধুবান্ধব, সহকর্মী এবং অসংখ্য বিড়ালের সাথে চমৎকার সম্পর্ক নিয়ে ভালোই আছেন। রাজনৈতিক মতাদর্শের বিচারে, তিনি ম্যাওবাদী। একটি বিড়ালতান্ত্রিক সমাজের স্বপ্ন দেখেন।