আনিসুর রহমান ফারুক
পেশায় অধ্যাপক ও গবেষক। শিক্ষাজীবনে অসাধারণ সাফল্যের অধিকারী। ঢাকা বোর্ডে এসএসসিতে বিজ্ঞান বিভাগে চতুর্থ এবং এইচএসসিতে বাণিজ্য বিভাগে প্রথম স্থান অর্জন করেন। বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাফল্যের জন্য রাষ্ট্রপতিপদক প্রাপ্ত হন। ব্র্যাকে শিক্ষকতা শেষে স্কলারশিপে জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। নিউজিল্যান্ডের ক্যানটারবারি বিশ্ববিদ্যালয় থেকে ‘আন্তর্জাতিক উদ্যোগ ও ব্যবসায়’ বিষয়ে পিএইচডি অর্জন করেন। দেশে ফিরে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক ও মার্কেটিং বিভাগের চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে আমেরিকান ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে একই দায়িত্বে থাকার পর ২০১৭ সালে ফিনল্যান্ডের LUT ইউনিভার্সিটিতে যোগ দেন। বর্তমানে তিনি University of Vaasa-তে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। গবেষণায় পেয়েছেন গুরুত্বপূর্ণ স্বীকৃতি: European International Business Academy Best Paper Award (২০১৭), Vaasa Conference on International Business Best Paper Award (২০১৯)। তিনি একটি আন্তর্জাতিক জার্নালের প্রধান সম্পাদক এবং কয়েকটি জার্নালের সম্পাদনা পরিষদের সদস্য। একাডেমিক গবেষণার পাশাপাশি ধর্ম নিয়ে গবেষণা ও লেখালেখি করেন। কোরআনের ওপর তাঁর গবেষণামূলক বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।