আশরাফী নিতু
জন্ম ঠাকুরগাঁও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে তৃতীয় বর্ষে অধ্যয়ন করছেন। বিজ্ঞানকে ভালোবাসেন, বিজ্ঞানের গরল বিষয়গুলো সরল করে তোলার চেষ্টা করেন। সংস্কৃতিক ও রাজনৈতিক পরিমণ্ডলে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। প্রগতিশীল ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদের সাধারণ সম্পাদক তিনি। বিশ্বাস করেন ও স্বপ্ন দেখেন শোষণহীন বিজ্ঞানমনস্ক একটি সমাজের। আলী রেজা পিয়াল বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগে চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ছোটবেলায় লাইব্রেরিতে গল্পের বই পড়তে গিয়ে কল্পবিজ্ঞানের প্রতি তার এক অদ্ভুত আকর্ষণ তৈরি হয়। বয়স এবং কল্পনা বাড়ার সাথে সাথে সেই আগ্রহ কল্পবিজ্ঞান ছেড়ে বিজ্ঞানকেন্দ্রিক হয়ে ওঠে অনেকটাই। কিন্তু বিজ্ঞানচর্চার পথে বড় একটা বাধা হল ভাষা। সেই বাধা দূর করার লক্ষ্যেই তার এই ক্ষুদ্র প্রচেষ্টা।