হাওয়ার্ড জিন
আমেরিকান ইতিহাসবিদ, নাট্যকার, দার্শনিক এবং সমাজচিন্তক। পিএইচডি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। স্পেলম্যান কলেজ ও বোস্টন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। প্যারিস বিশ্ববিদ্যালয় এবং ইতালির বোলগনা বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর ছিলেন। বই লিখেছেন ২০টির অধিক। যার মধ্যে অন্যতম আ পিপলস হিস্ট্রি অব দ্যা ইউনাইটেড স্টেটস। লেখালেখিতে জিনের আগ্রহের বিষয় গণঅধিকার আন্দোলন, যুদ্ধবিরোধী আন্দোলন আর আমেরিকার শ্রম ইতিহাস। নিজেকে মনে করতেন, 'কিছুটা অ্যানার্কিস্ট, কিছুটা সোস্যালিস্ট। হয়তোবা একজন ডেমোক্রেটিক স্যোস্যালিস্ট।'