সামছুল হক চাকলাদার
জন্ম : ১৫ আগষ্ট ১৯৫৪ সাল পিতা: মৃত- মো. মোজাম্মেল হক চাকলাদার মাতা: মৃত- মোসা. জবেদা খাতুন জন্মস্থান: পুরাতন কসবা (হক মঞ্জিল), যশোর শিক্ষাজীবন: এসএসসি- ১৯৭০, রাজগঞ্জ উচ্চ বিদ্যালয়, যশোর এইচএসসি-১৯৭৩, সরকারি মাইকেল মধুসুদন মহাবিদ্যালয়, যশোর। পেশা: চাকুরি (সোনালী ব্যাংক ১৯৭৬-১৯৮১) বেসামরিক কর্মচারি, বাংলাদেশ বিমান বাহিনী, সদও দপ্তর। অবসর-২০০৮ সাল) নেশা: সংগীত চর্চা (নজরুল সংগীত শিল্পী, বাংলাদেশ বেতার, ঢাকা, ১৯৮৫ থেকে ২০১৪ সাল), ছবি আঁকা। দেশ-বিদেশ ভ্রমণ: বাংলাদেশের প্রায় সব জেলা। থাইল্যান্ড (ব্যাংকক, পাতায়া-১৯৯৫) স্ত্রীসহ- ভারত (কলকাতা, দিল্লী, আগ্রা, জয়পুর-২০১০), আমেরিকা (নিউ ইয়ার্ক, ফেলাডেলফিয়া, ওয়াশিংটন ডিসি, নায়েগ্রা, টেকসাস ২০১৪-২০১৭) স্ত্রী: দিলরুবা পারভীন সন্তান: মো. আরিফুল হক (লুশান), মো. আসাদুল হক (শাওন) মো. এহসানুল হক (দীপ্ত) অহঙ্কার: মুক্তিযোদ্ধা (নৌ-কমান্ডো) বর্তমান নেশা: লেখালেখি।