গালিনা লেবেদেভা
গালিনা লেবেদেভা হলেন একজন বিখ্যাত রাশিয়ান কবি এবং লেখক। তার জন্ম হয়েছিল ১৯৩২ সালের ২৩ জুলাই তামবোভে, রাশিয়া। তিনি তার সাহিত্যের মাধ্যমে রুশ সমাজের বিভিন্ন দিক ও সমস্যাগুলো তুলে ধরেছেন। তার কবিতা এবং গল্প সমাজের বিভিন্ন স্তরের মানুষের জীবন ও ভাবনার প্রতিবিম্ব দেখায়। তিনি তার সৃষ্টিকর্মের জন্য অনেক পুরস্কার ও সম্মান পেয়েছেন। তার জীবনের শেষ দিকে তিনি ক্যান্সারে পড়েছিল এবং ২০১৮ সালের ২৩ জুলাই তামবোভে তার জীবন সমাপ্ত হয়। গালিনা লেবেদেভার সৃষ্টিকর্ম তাকে একজন অসাধারণ কবি হিসেবে স্থান দিয়েছে। তার শিশুদের জন্য লেখা বইগুলো পড়াপড়ি ও সম্পর্কের উপর গুরুত্ব সৃষ্টি করে। তার লেখনী সুন্দর ও সহজবোধ্য যা শিশুদের আকর্ষণ করে।