আলতাফ পারভেজ
জন্ম ১৯৬৬ সালে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়ন করেছেন দর্শনশাস্ত্র। ছাত্রাবস্থায় সামরিক শাসনবিরোধী আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। বর্তমানে মূলত ইতিহাস ও রাজনীতি বিষয়ে গবেষণাধর্মী কাজ করে থাকেন। ইসলামের ইতিহাস, অর্থনীতি ও রাষ্ট্রচিন্তা বিষয়ে ইতিপূর্বে 'ঐতিহ্য' থেকে প্রকাশিত তাঁর 'মাওলানা মওদূদীর রাষ্ট্রচিন্তা: একটি পর্যালোচনা' গ্রন্থটি পাঠক মহলে বিশেষভাবে সাড়া জাগিয়েছিল। আলতাফ পারভেজের প্রকাশিত বইয়ের সংখ্যা বিশ। সর্বশেষ প্রকাশিত হয়েছে বাতিঘর থেকে 'সোহরাওয়ার্দী ও বাংলায় মুসলমানের রাষ্ট্রসাধনা'। ২০২৪ সালের অমর একুশে গ্রন্থমেলায় গবেষণাগ্রন্থ হিসেবে এটি সমাদৃত হয়। গবেষণাধর্মী কাজের বাইরে তিনি প্রথম আলো ও ডেইলি স্টারে দক্ষিণ এশিয়ার ইতিহাস ও এথনো-পলিটিক্স বিষয়ে নিয়মিত লিখে থাকেন। লেখার বিষয়ে তাঁকে মতামত পাঠানোর ঠিকানা: [email protected]