ফয়সাল আহমেদ
লেখক, গবেষক ও সম্পাদক ফয়সাল আহমেদ এর জন্ম ১৯৮৪ সালের ২৬ জানুয়ারি কিশোরগঞ্জে। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও ঢাকা কলেজ থেকে একই বিষয়ে স্নাতকোত্তর করেন। পালন করেছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশ ও সাহিত্য সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সম্পাদনা করছেন বই-বিষয়ক পত্রিকা এবং বই ও নদী-বিষয়ক পত্রিকা রিভার বাংলা। তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা এগারো। এরমধ্যে তিনটি গল্পগ্রন্থ, জীবনী ও ইতিহাস বিষয়ক গ্রন্থ তিনটি এবং সম্পাদনা করেন পাঁচটি গ্রন্থ। ২০১৯ সালে সৈয়দ নজরুল ইসলাম: মহাজীবনের প্রতিকৃতি গ্রন্থের জন্য প্রবন্ধ, গবেষণা ও নাটক বিভাগে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার অর্জন করেন। ২০২৩ সালে বাংলার মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী গ্রন্থের জন্য কলকাতার মহারাজ ত্রৈলোক্য চক্রবর্তী এ্যান্ড মার্টার যতীন দাস মেমোরিয়াল কমিটি 'সম্মাননা স্মারক' প্রদান করে।