কামরুজ্জামান ভূঁইয়া
জন্ম ৩১ ডিসেম্বর ১৯৬০। চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার রূপসা গ্রামে। পিতা নুরেজ্জামান ভূঁইয়া, শিক্ষাবিদ ও রাজনীতিবিদ। স্বদেশী আন্দোলোনের অগ্রদূত। মা বেগম ফিরোজা খাতুন। বৈষম্যহীন সাম্য সমাজের স্বপ্ন লালন করেন। সেই লক্ষ্যেই সাহিত্য চর্চা। পরিবারের অন্য রাজনৈতিক-সামাজিক সক্রিয়ভাবে নিবেদিত। সদস্যরাও কর্মকাণ্ডে চার ভাই, দুই বোনের মধ্যে তিনি চতুর্থ। বর্তমানে ঢাকাতেই বসবাস। জীবনসঙ্গীনি রুম্মানা জামান। রাফসান জামান ধ্রুব ও রিয়াসাত জামান দিব্য দুই সন্তান নিয়ে সংসার। নিয়মিত কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কলাম লিখে থাকেন। ভ্রমণ, বইপড়া, গান শোনা তার প্রিয়।- উল্লেখযোগ্য শিশু-কিশোর গ্রন্থ: বোকশিয়াল, ঘাসফড়িং, ধ্রুবদিব্য, ঘটাংঘট, বারোমাস, ভূতসন্ধ্যা ইত্যাদি।