মোসাব আবু তোহা
মোসআব আবু তোহা একজন ফিলিস্তিনি কবি, ছোটগল্পকার, প্রবন্ধকার ও লাইব্রেরিয়ান। আবু তোহা ১৯৯২ সালে অল-শাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন।তাঁর প্রথম কাব্যগ্রন্থ Things You May Find Hidden in My Ear (2022) ফিলিস্তিন বুক এওয়ার্ড এবং আমেরিকান বুক এওয়ার্ড অর্জন করে। বইটি ন্যাশনাল বুক ক্রিটিকস সার্কেল এওয়ার্ড এবং ওয়ালকট পোয়েট্রি প্রাইজ-এর চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছিল।তার দ্বিতীয় কাব্যগ্রন্থ Forest of Noise ( 2024) । এ কাব্য সংকলনটি ডিলান টমাস পুরস্কারের দীর্ঘতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। তিনি বেইত লাহিয়া ও গাজার এডওয়ার্ড সাঈদ লাইব্রেরির প্রতিষ্ঠাতা।বর্তমানে আমেরিকায় তিনি একজন ডায়াসপোরা প্যালেস্টাইন কবি হিসেবে জনপ্রিয়তা পেয়েছেন। ২০২৩ সালের নভেম্বরে, পরিবারসহ মিশরে পালানোর সময়, ইসরায়েলি সেনাবাহিনি তাকে আটক করে। পরে তাকে মুক্তি দেওয়া হলেও আটকাবস্থায় তিনি নির্যাতনের শিকার হন। এরপর থেকে তিনি দূর আমেরিকা থেকেই গাজার গণহত্যার অমানবিক ঘটনাপ্রবাহের ধারাবিবরণী রচনা করে চলেছেন। এ সংকনভুক্ত কবিতায় পাঠক নিশ্চিত আবিষ্কার করবেন তাঁর প্রতিটি কবিতা যেন ফিলিস্তিনের গাজা জীবনের আয়না।