প্রদোষকুমার বাগচী
পাশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় জন্ম। গ্রন্থাগার তথ্য বিজ্ঞানে স্নাতকোত্তর। বর্তমানে দৈনিক গনশক্তি পত্রিকা দপ্তরে অবস্থিত 'মুজাফ্ফর আহমদ পাঠাগার'-এ গ্রন্থাগারিক হিসাবে কর্মরত। বাংলা ভাষায় সাম্যবাদ চর্চা গ্রন্থটির জন্য তিনি 'মুজাফ্ফর আহমদ স্মৃতি পুরস্কার' লাভ করেছেন। মুজাফফর আহমদের অগ্রন্থিত রচনা সংকলন ও কমিউনিস্ট আন্দোলনের ঐতিহ্যময় ঠিকানা তার অপর দুটি সংকলিত গ্রন্থ। যৌথভাবে প্রকাশিত গ্রন্থ বাংলা আকর গ্রন্থ: ইতিহাস ও তথ্যপঞ্জি এবং গ্রন্থাগারিক চরিতাভিধান।