প্রশান্ত হালদার
বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার ‘নাটাবাড়িয়া বঘুনাথপুর’। তবে, জন্ম মামাবাড়িতে, যশোরের মণিরামপুর থানার ‘সিংহের খাজুরা’, ১৩৭৪ বঙ্গাব্দে (১৯৬৭ খ্রিস্টাব্দ)। বাবা নির্মল হালদার, মা বাসন্তী হালদার। থিয়েটার করছেন প্রায় তিন যুগ। বর্তমানে ঢাকার নাট্যদল ‘অনুস্বর’-এ কাজ করছেন, যুক্ত আছেন ‘আপস্টেজ’-এর সাথেও। মূলত অভিনয় করেন, উল্লেখযোগ্য অভিনীত নাটকÑ কোর্ট মর্শাল, রাত ভরে বৃষ্টি, মূল্য অমূল্য, তিনকড়ি, রায়মঙ্গল, সময়ের প্রয়োজনে, শেষের কবিতা, হার্মাসিস ক্লিওপেট্রা, না-মানুষি জমিন, তৃণপর্ণে শালমঞ্জরি, খ্যাপা পাগলার প্যাচাল, কাল সকালে প্রভৃতি। সাহিত্য চর্চাও আছে থিয়েটারের পাশাপাশি। লেখেন নাটক, কবিতা, গল্প, উপন্যাস ও প্রবন্ধ।