সুবেশ চন্দ্র চাকমা
একজন সরকারি চাকরিজীবী। রাংগামাটি জেলাস্থ কাউখালী উপজেলার নোয়াপাড়া গ্রামে তাঁর জন্ম। তাঁর পিতা নাগয্যা চাকমা একজন সাধারণ কৃষক। মাতা যুত্তালী চাকমা গৃহীনী। লেখাপড়ার হাতেখড়ি হয় পার্শ্ববর্তী গ্রামের চেলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর তিনি রাংগামাটি শহরের কাঁঠালতলী উচ্চ বিদ্যালয়ে (বর্তমানে রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয়) ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হন। সেখানে দুই বছর অধ্যয়নের পর তিনি স্কুল পরিবর্তন করে ৮ম শ্রেণিতে ভর্তি হন নিজ উপজেলার পোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ে। পোয়াপাড়া উচ্চ বিদ্যালয় হতে তিনি এস.এস.সি পাশ করেন। পরে তিনি চট্টগ্রামের রাংগুনিয়া কলেজ হতে আই.এস.সি এবং রাউজান কলেজ হতে বি.এ পাশ করেন। তিনি খাগড়াছড়ি জেলার মুনিগ্রাম নিবাসী সহদেব চাকমা (ফুংগমনি) ও প্রীতিলতা চাকমার (নাগরী) কন্যা বাঞ্চিতা চাকমার (দ্বিতীয়ার) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তিনি কল্যাণপুর, রাংগামাটি সদর, রাংগামাটিতে স্থায়ীভাবে বসবাস করছেন। চাকমাদের গোত্র পরিচয়ে তিনি তোন্যাগঝা, ধাম্মো গুত্থির লোক। ইতোপূর্বে 'দাঘ-কধা' ও 'পৌরাণিক কাহিনি' নামে তাঁর দু'টি বই প্রকাশিত হয়েছে।