তহুরা জান্নাত
জন্ম ঢাকার উত্তর কাফরুলে। শৈশব আর কৈশোর কেটেছে পাড়ার বন্ধুদের সাথে তেজগাঁও পুরাতন বিমানবন্দরের রানওয়েতে দুরন্তপনা করে। ঢাকা সেনানিবাসের মুসলিম মডার্ন একাডেমি থেকে মাধ্যমিক এবং শহিদ আনোয়ার গার্লস কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ‘মাস্টার ইন পুলিশ সায়েন্স’ এ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২০১০ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। বর্তমানে পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মরত আছেন। প্রকাশিত গ্রন্থ : কিনশাসার দিনগুলি