৪৮-৭২ ঘন্টায় ক্যাশ অন ডেলিভারি। ০১​৫​৮১১০০০০১​

সারোয়ার তুষারের নতুন বই-চিন্তার অর্কেস্টা

  • যে কয়টা দরকারি বই এবার প্রকাশিত হচ্ছে বলে আমি মনে করি তার মধ্যে এটা একটা।


এটাকে সাক্ষাৎকার সংকলন বললে এই বইয়ের সাথে অবিচার করা হবে। বলা যেতে পারে এটা যাদের সাক্ষাৎকার নেওয়া হইছে তাদের ক্রিটিকাল পাঠ এবং তৎসংক্রান্ত বাতচিত।


এখানে সংকলিত পাঁচজনের সাথে আলাপের চারটা – দীপেশ চক্রবর্তী, পার্থ চট্টোপাধ্যায়, প্রথমা বন্দ্যোপাধ্যায় এবং সুদীপ্ত কবিরাজের – সাক্ষাৎকার আমার পড়া হয়েছে।


প্রথাগত অর্থে সাক্ষাৎকার বলতে আমরা যা বুঝি এগুলো সেই বস্তু না। তুষার যাদের সাক্ষাৎকার নিয়েছেন তাদের সম্পর্কে সমূহ হোমওয়ার্ক করে তারপরই আলাপে গিয়েছেন। তাতে ফল যেটা দাড়ালো, আলাপ শুধু প্রশ্নোত্তরে পর্যবসিত হয় নি, একধরণের ডায়লগে রূপ নিয়েছে।


আরো যেটা উল্লেখ্য, শুধুমাত্র তত্ত্ববাগীশতার যে বদভ্যাস সাম্প্রতিক কালে আমাদের গড়ে উঠেছে সেটা মাড়িয়ে উঠা সম্ভব হয়েছে। তুষার শুধু প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ থাকেন নি, প্রেক্ষাপট ধরিয়ে দিয়ে যতটা সম্ভব সংক্ষিপ্ত এবং টু দ্যা পয়েন্টে আলাপ ধরে রাখতে সক্ষম হয়েছেন।



সজমিনে দাঁড়িয়ে চিন্তা এবং অনুশীলনের ধরনটা কেমন হতে পারে তার সম্পর্কে পথ বাতলানোর ক্ষেত্রে এটা অগ্রদূতের ভূমিকা পালনে সহায়ক হবে বলে আমার বিশ্বাস। এবং সাক্ষাৎকার কোন আদলে নেওয়া যেতে পারে তার সুন্দর এবং উৎকৃষ্ট একটা নজির স্থাপিত হলো এই কিতাবের মধ্য দিয়ে।


ছবিটা পুলিন দার ওয়াল থেকে নেওয়া। বইটা গ্রন্থিকের স্টলে পাওয়া যাবে। বইটা আপনার ক্রয়তালিকায় রাখতে পারেন।

এটা আমার দর্শনের নোটখাতা নয়-বইয়ের রিভিউ
WhatsApp Icon