থার্টি-সেকেন্ডে বিজ্ঞানের বিষয়গুলো ব্যাখ্যার এই আয়োজনে আপনাকে স্বাগত। জনপ্রিয় এই সিরিজের অন্যতম একটি বই অ্যাস্ট্রোনমি।
মহাকাশ, সীমার মধ্যে অসীম এক বিষয়- অন্তত আমরা যতদূর যেতে পেরেছি। সেই অসীমে পা বাড়িয়ে শুরুতে গ্রহগুলোকে জানব। গ্রহগুলোর হালচাল শেষে সৌরজগতের সঙ্গে জড়িত খুটিনাটি বিষয়গুলো থাকছে। সূর্য সৌরজগতের নক্ষত্র। এমন অগণিত নক্ষত্র আছে মহাকাশে। একসঙ্গে বলা হয় নক্ষত্রপুঞ্জ। এরপর আকাশগঙ্গা বা মিল্কিওয়ে গ্যালাক্সি। ছায়াপথ পথ দেখিয়ে বলে, 'বিস্ময়ের এই তো শুরু, শেষ করতে পারবা না।' বিগ ব্যাং, স্থান-কাল কিংবা অন্য ইউনিভার্সের খোঁজ- সবই চলছে। আসছে নতুন নতুন তথ্য। নতুন আবিষ্কারের পেছনে থাকেন অক্লান্ত কোনো প্রাণ। এই বইয়ের প্রতিটি অধ্যায়ে পাবেন সংশ্লিষ্ট একজন বিজ্ঞানীর সংক্ষিপ্ত জীবনী।