বইয়ের কাহিনীর সেটআপ হচ্ছে স্বাধীনতার ঠিক পরবর্তী সময়টা। এই সময়ে একটা খুন হয়। খুনি বের করার দায়িত্ব পড়ে সিনিয়র এসআই এস এম হায়দার আর অ্যাসিস্ট্যান্ট এসআই (আমাদের গল্পের বর্ণনাকারী সালসাবিল হক) উপরে। স্বাধীনতার পরের সময়, সদ্য স্বাধীন হওয়া দেশের অবস্থা এমনেই নাজুক, নেই কোন আধুনিক ফরেনসিক সিস্টেম বা অন্য কিছু, তার উপরে কিছুতেই আন্দাজ করা যাচ্ছে না খুনি কে হতে পারে। খুন হওয়া মেয়ের স্বামীকে প্রথমে সন্দেহ করা হলেও পরে দেখা গেল আসলে এই বেচারা একেবারেই নির্দোষ। খুঁজতে খুঁজতে একদিন হঠাৎ করে আমাদের গল্পের বর্ণনাকারীর বদৌলতে একজনকে সন্দেহ করা হয় খুনি হিসেবে। অনেক কাঠখড় পুড়িয়ে তাকে গ্রেফতারও করা হয়। কিন্তু এরপরেও হত্যাকাণ্ডের পুরোপুরি বিচার করা গেল না। এই খুনের ঘটনা বদলে দিল বেশ কিছু মানুষের জীবন আজীবনের জন্য।