পুরোনো ইতিহাস কালের অতলে থাকে-কিছু ঘুমে, কিছু জাগরণে। তাকে পুরোপুরি জাগিয়ে তুলতে পারলে মুহূর্তে জীবন্ত হয় বহু বছর, বহু যুগ, বহু শতাব্দী, বহু সমাজ। মূর্ত হয় তার কাজ-কারবার। তখন মনে হয় সেটি বর্তমানেরই অংশ। অবিচ্ছেদ্য। যেন ঘটনাগুলো চোখের সামনে ঘটছে! এক দশক থেকে আরেক দশক, এক শতাব্দী থেকে আরেক শতাব্দীর পর্দাগুলো এভাবেই এক এক করে সরানো যায়। সুদূর অতীতের পাত্র-পাত্রী-কুশীলবরা আসলে মহাকালের মঞ্চপটেই যে যার মত করে ক্রিয়া করে যায়। স্থান-কাল-পাত্রের ধারণা সে কারণেই হয়তো আপেক্ষিক। সময়ের বিবেচনায় রংপুর কৃষক বিদ্রোহকে হয়তো খুব বেশি ‘আগের ঘটনা’ বলা যায় না। মাত্র আড়াই শ’ বছর পেছনে যেতে হয়। ১৭৮৩ সাল থেকে ২০২২ সালÑ পাকা হিসেবে ২৩৯ বছর। ১৭৮৩ সালেই রংপুরের চাষাভুষারা ঘটিয়েছিলেন অভ‚তপূর্ব কিছু ঘটনাÑ মহাপরাক্রমশালী ইংরেজ শাসনের ভিত্তিমূল কেঁপে উঠেছিল তাতে। কেমন করে রংপুরের চাষিরা সেই বীরত্বেভরা ব্যারিকেড রচনা করেছিলেন তা নিয়ে বিস্তর কৌত‚হল তৈরি হচ্ছে এ কালে। বড় বড় চিন্তাবিদরা সেই কৌত‚হল মেটাতে ব্যস্তও আছেন। রংপুর তাই উত্তর-উপনিবেশবাদের আলাপে শক্তিশালী চিন্তার ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। সেই তত্ত¡-তালাশের সূত্রে ইতিহাস ঘুরেফিরে আসছে। সেই ইতিহাসের আরও অনেক নতুন উপাদান আমরা পাবো সামনে। ইতিহাসের এরকম খোঁড়াখুঁড়ি আর**সা-যাওয়ার মাঝে সব কিছু যে ঠিকঠাক মিলে যায় তাতো নয়। অনেক কিছু উদ্ধার করা যায় না। বাদ পড়ে। আবার কেউ কেউ সচেতনভাবে অনেক কিছু আড়ালও করেন। আড়াল করে রাখা হয়। যেমন কৃষক নেতা নূরলদীনের কথাই ধরা যাক। তিনি ছিলেন আঠারো শতকের রংপুর কৃষক বিদ্রোহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠক। উপনিবেশ বিরোধী লড়াইয়ের বীর শহীদ। রংপুর কৃষক বিদ্রোহের সবচেয়ে গতিময় একটি পর্বে আমরা তাঁকে পাই। যদিও তাঁর উপস্থিতি সংক্ষিপ্ত, কিন্তু তার আবেদন ও প্রভাব বিপুল। বাংলার কৃষক স্পর্ধার বিচারে নূরলদীন অতুলনীয় এক দৃষ্টান্ত।
নূরলদীন ও রংপুর কৃষক বিদ্রোহ
Writer |
|
Publisher |
|
Language |
বাংলা |
Country |
Bangladesh |
Format |
পেপারব্যাক |
Edition |
1st |
First Published |
ম্যাগাজিন |
Pages |
336 |
পুরোনো ইতিহাস কালের অতলে থাকে-কিছু ঘুমে, কিছু জাগরণে। তাকে পুরোপুরি জাগিয়ে তুলতে পারলে মুহূর্তে জীবন্ত হয় বহু বছর, বহু যুগ, বহু শতাব্দী, বহু সমাজ। মূর্ত হয় তার কাজ-কারবার। তখন মনে হয় সেটি বর্তমানেরই অংশ। অবিচ্ছেদ্য। যেন ঘটনাগুলো চোখের সামনে ঘটছে! এক দশক থেকে আরেক দশক, এক শতাব্দী থেকে আরেক শতাব্দীর পর্দাগুলো এভাবেই এক এক করে সরানো যায়। সুদূর অতীতের পাত্র-পাত্রী-কুশীলবরা আসলে মহাকালের মঞ্চপটেই যে যার মত করে ক্রিয়া করে যায়। স্থান-কাল-পাত্রের ধারণা সে কারণেই হয়তো আপেক্ষিক। সময়ের বিবেচনায় রংপুর কৃষক বিদ্রোহকে হয়তো খুব বেশি ‘আগের ঘটনা’ বলা যায় না। মাত্র আড়াই শ’ বছর পেছনে যেতে হয়। ১৭৮৩ সাল থেকে ২০২২ সালÑ পাকা হিসেবে ২৩৯ বছর। ১৭৮৩ সালেই রংপুরের চাষাভুষারা ঘটিয়েছিলেন অভ‚তপূর্ব কিছু ঘটনাÑ মহাপরাক্রমশালী ইংরেজ শাসনের ভিত্তিমূল কেঁপে উঠেছিল তাতে। কেমন করে রংপুরের চাষিরা সেই বীরত্বেভরা ব্যারিকেড রচনা করেছিলেন তা নিয়ে বিস্তর কৌত‚হল তৈরি হচ্ছে এ কালে। বড় বড় চিন্তাবিদরা সেই কৌত‚হল মেটাতে ব্যস্তও আছেন। রংপুর তাই উত্তর-উপনিবেশবাদের আলাপে শক্তিশালী চিন্তার ক্ষেত্র হিসেবে বিবেচিত হচ্ছে। সেই তত্ত¡-তালাশের সূত্রে ইতিহাস ঘুরেফিরে আসছে। সেই ইতিহাসের আরও অনেক নতুন উপাদান আমরা পাবো সামনে। ইতিহাসের এরকম খোঁড়াখুঁড়ি আর**সা-যাওয়ার মাঝে সব কিছু যে ঠিকঠাক মিলে যায় তাতো নয়। অনেক কিছু উদ্ধার করা যায় না। বাদ পড়ে। আবার কেউ কেউ সচেতনভাবে অনেক কিছু আড়ালও করেন। আড়াল করে রাখা হয়। যেমন কৃষক নেতা নূরলদীনের কথাই ধরা যাক। তিনি ছিলেন আঠারো শতকের রংপুর কৃষক বিদ্রোহের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠক। উপনিবেশ বিরোধী লড়াইয়ের বীর শহীদ। রংপুর কৃষক বিদ্রোহের সবচেয়ে গতিময় একটি পর্বে আমরা তাঁকে পাই। যদিও তাঁর উপস্থিতি সংক্ষিপ্ত, কিন্তু তার আবেদন ও প্রভাব বিপুল। বাংলার কৃষক স্পর্ধার বিচারে নূরলদীন অতুলনীয় এক দৃষ্টান্ত।
Writer |
|
Publisher |
|
Language |
বাংলা |
Country |
Bangladesh |
Format |
পেপারব্যাক |
Edition |
1st |
First Published |
ম্যাগাজিন |
Pages |
336 |