বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস "অপরাজিত" তাঁর প্রথম উপন্যাস "পথের পাঁচালী"-এর ধারাবাহিকতা হিসেবে রচিত, যেখানে প্রধান চরিত্র অপু জীবনের নানা পর্যায় অতিক্রম করে। উপন্যাসটি প্রথমে ১৩৩৬ বঙ্গাব্দের পৌষ থেকে ১৩৩৮-এর আশ্বিন পর্যন্ত 'প্রবাসী' মাসিকপত্রে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় এবং পরে ১৯৩২ সালে দুটি খণ্ডে গ্রন্থাকারে প্রকাশিত হয়। লেখক এই উপন্যাসটি তাঁর মাতৃদেবীকে উৎসর্গ করেছিলেন।
"অপরাজিত" উপন্যাসে অপুর শৈশব থেকে প্রৌঢ় বয়স পর্যন্ত জীবনের বিবর্তন চিত্রিত হয়েছে। নিশ্চিন্দিপুরের গ্রামীণ পরিবেশ থেকে কলকাতার নাগরিক জীবনে পদার্পণ, শিক্ষাজীবন, মায়ের মৃত্যু, বিবাহ, পিতৃত্ব এবং স্ত্রীর অকালমৃত্যু—এই সব অভিজ্ঞতার মধ্য দিয়ে অপুর মানসিক ও আত্মিক বিকাশ উপন্যাসের মূল প্রতিপাদ্য। উপন্যাসটি বাংলা সাহিত্যের এক অনন্য সৃষ্টি, যা জীবনের গভীরতা ও মানবিকতার প্রতিচ্ছবি তুলে ধরে।