বিচার বৃত্তান্ত, প্রসঙ্গ: পারিবারিক বিরোধ ও অপরাধ”
পারিবারিক আদালত ও ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচার্য পারিবারিক বিরোধ ও অপরাধসমূহের বিচারকে সহজ, চমৎকার ও ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের সফল প্রয়াসের নাম “বিচার বৃত্তান্ত, প্রসঙ্গ: পারিবারিক বিরোধ ও অপরাধ”। দেনমোহর, ভরণপোষণ, দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধার, তালাক, এবং নাবালকের অভিভাবকত্বের মতো স্পর্শকাতর বিরোধের বিধানসমূহ বিচার বৃত্তান্তে প্রাঞ্জল ভাষায় বিধৃত হয়েছে। তাছাড়া যৌতুক, পারিবারিক সহিংসতা, পিতা-মাতার ভরণপোষণ না দেয়ার অপরাধ, পুনরায় বিবাহের অপরাধ ইত্যাদি অপরাধ ভিত্তিক আলোচনা গ্রন্থটিতে স্থান পেয়েছে। বিচারক দম্পত্তি আশফাকুর রহমান ও মেহেরা মাহাবুব তাদের বিচারিক অভিজ্ঞতা থেকে পারিবারিক বিরোধ ও অপরাধ সংক্রান্ত আইনের তাত্ত্বিক ও প্রয়োগিক দিকগুলো সহজবোধ্য করে এ বইটিতে উপস্থাপন করেছেন। বিচারের বিধান, ফোরাম ও কার্যধারা বিষয়ক জটিলতা বা অস্পষ্টতা দূর করার পাশাপাশি মামলা দায়ের থেকে শুরু করে রায় প্রকাশ পর্যন্ত বিচারের প্রতিটি ধাপের সাবলীল বর্ণনার কারণে আইন অঙ্গনের সারথিদের পাশাপাশি বইটির মাধ্যমে বিচারপ্রার্থী সাধারণ জনগণ উপকৃত হবেন। বিচার বৃত্তান্তে আদেশ ও রায় লেখার সঠিক পদ্ধতি, আদালতের রায় বাস্তবায়ন পর্যায়ে উদ্ভূত সমস্যাগুলোর সমাধান এবং উচ্চ আদালতের হালনাগাদ সিদ্ধান্ত অন্তর্ভুক্ত রয়েছে, যা বিশেষভাবে আইনজীবী ও নবীন বিচারকদের জন্য সহায়ক হবে। সুখপাঠ্য এ গ্রন্থটিতে বিচার প্রক্রিয়ার নানা দিক যেমন মামলা আমলে গ্রহণ, তদন্ত কার্যক্রম, সমন, সাক্ষি সমন, ওয়ারেন্ট, সাক্ষ্যগ্রহণ, সাফাই সাক্ষি, রায় ইত্যাদি বিষয় স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। পারিবারিক বিরোধ ও অপরাধ বিষয়ে বাংলাদেশের প্রায় সকল ধর্মাবলম্বীদের জন্য প্রযোজ্য আইন সমূহের প্রাসঙ্গিক বর্ণনা গ্রন্থটির অন্যতম বৈশিষ্ট্য। ফলে তুলনামূলক পারিবারিক আইনে গবেষনা ও একাডেমিক কাজেও বিচার বৃত্তান্ত অবদান রাখতে সমর্থ হবে।