বাগদাদে আব্বাসি খেলাফতের পতনের পর মুসলিম বিশ্ব একটি অভিভাবকশূন্য সময় পার করে। সারা পৃথিবীতে মুসলিমদের দুর্দশার নতুন দুয়ার উন্মোচিত হয়। ক্রুসেডারদের ক্ষুৎপিপাসা প্রবলতর হতে থাকে। ইতিহাসের এই করুণ মুহূর্তে ইসলাম ও মুসলিম জাহানের মুক্তির জন্য এবং নতুন করে বিশ্বশাসনের জন্য এক অনন্য অভিভাবকের আবির্ভাব ঘটে। যার নাম উসমানি খেলাফত। মুসলিমদের ইতিহাসে যুক্ত হয় আরেকটি সোনালি অধ্যায়। উসমানিদের বিশ্বশশাসন ও গৌরবখচিত ইতিহাসের সেই অনবদ্য আখ্যান রচিত হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থে ।
লেখক সম্পর্কে সাইয়্যিদ সুলাইমান নদবি, ১৮৮৪ সালে ব্রিটিশ-ভারতের বিহারের দিসনাতে জন্মগ্রহণ করেন তিনি। ভারতীয় উপমহাদেশে বিগত দুই শতকে যে অল্প কয়জন মনীষা সিরাত, ইতিহাসবিদ্যা, ভূগোলবিদ্যা, সাহিত্য ও জ্ঞানগবেষণায় অনন্য উচ্চতা স্পর্শ করেছেন এবং সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন তাদের অন্যতম তিনি। তার রচিত বহু বই বাংলা, ইংরেজি ও আরবিসহ অনেক ভাষাতে অনুবাদ হয়েছে।
১৯৫৩ সালে উর্দু সাহিত্যের এই স্তম্ভপুরুষ ইনতিকাল করেন। অনুবাদক সম্পর্কে কামরুল হাসান নকীব, জন্ম হবিগঞ্জ জেলায়। শৈশব ও বেড়ে ওঠা ঢাকায়। তার অনূদিত বইয়ের সংখ্যা পাঁচ। প্রকাশিতব্য বইয়ের সংখ্যা তিন। দর্শন, ইতিহাস, সাহিত্য ও ধর্ম তার আগ্রহের প্রধান ভূমিতে আছে। বই ও ভ্রমণের মতো সকল শখ লালন করেন এবং সমাজ বদলের বিরল স্বপ্ন দেখেন।