মনে রেখো কেবল একজন ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর কর্মময় জীবন সম্পর্কে লেখা আমার ধারণায় এক দুঃসাহসিক কাজ। তবুও শ্রদ্ধা সর্বোপরি ভালোবাসা থেকে অনেক কিছু করা যায়-যদি সে ইচ্ছা হয় স্বচ্ছ ও নির্লোভ।
২৬ মার্চ ১৯৭১-এ যেদিন তাঁর স্বকণ্ঠে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা শুনি- 'আমি মেজর জিয়া বলছি' সেদিন থেকেই আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একনিষ্ঠ ভক্ত ও অনুরাগী। আমার জন্মদাতা পিতার পর যা কিছু শিক্ষা ও অর্জন, তা পুরোটাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিশ্বাস, ধ্যান-ধারণার প্রতি। আমি আকৃষ্ট তাঁর কর্মে, সততায়, বিশ্বাসে, সর্বোপরি বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তার নির্লোভ চারিত্রিক বৈশিষ্ট্যে।
আমি এই গ্রন্থে তাঁর জীবনীর পাশাপাশি কিছু রচনা এবং কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেছি-আমার বিশ্বাস স্বাধীনতা-উত্তর প্রজন্ম বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসীর কাছে এ গ্রন্থ অবশ্য পাঠযোগ্য হবে। সামান্য হলেও জানবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভালোবাসতো শুধুই আমাদের।