ঋত্বিক কুমার ঘটক তাঁর যৌবনের উন্মেষের সঙ্গে সঙ্গেই নিজেকে একজন সিরিয়াস সাংস্কৃতিক কর্মী রূপে গড়ে তোলার কাজে মগ্ন হন এবং প্রগতি-সংস্কৃতির বিকাশে সে সময়ে আরও অনেকের মতো তিনিও ব্রতী হন। শিল্পমাধ্যমের বিভিন্ন দিকের সঙ্গে তাঁর ছিল নিবিড় সম্পর্ক। এই জন্যেই পরবর্তীকালে বিভিন্ন শিল্পমাধ্যমে তিনি অনায়াস-বিচরণ করতে পেরেছেন।
‘গল্পভারতী’-তে প্রকাশিত তাঁর প্রথম গল্পে নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় যাঁকে একজন শক্তিমান নবীন লেখক রূপে পরিচয় করিয়ে দেন; সেই ঋত্বিকের সাহিত্যজীবনের শুরু ১৯৪৭-এ রাজশাহীতে প্রকাশিত ‘অভিধারা’ পত্রিকা সম্পাদনার মধ্য দিয়ে। পরে কলকাতাতেও তাঁরই সম্পাদনায় ‘অভিধারা’র কয়েকটি সংখ্যা বেরোয়। রাজশাহীতে প্রকাশিত একটি সংখ্যা এবং কলকাতার একটি সংখ্যা সংগ্রহ করা গেছে। অন্যান্য সংখ্যাগুলো খুঁজে পেলে হয়তো ঋত্বিকের সাহিত্যকর্মের আরও নতুন কিছু সংযোজিত হবে। ‘দেশ’, ‘অগ্রণী’, ‘শনিবারের চিঠি’, ‘নতুন সাহিত্য’ এবং নানা পত্রিকায় তাঁর গল্প প্রকাশিত হয়।