অন্ধকার আরবে ইসলামের অরুণাদয় দীর্ঘকাল আরব জাতিকে সম্মোহিত রেখেছিল। মহাগ্রন্থ কুরআন যে অমৃত বাণী বয়ে এনেছিল তারই আলোচনা ও অনুধাবন চিন্তাশীল ব্যক্তিদের জীবনের অবলম্বন হয়ে দাঁড়ায়। কারণ তারই ভিতর তারা খুঁজে পেত জীবন সমস্যা সমাধানের উপযোগী যাবতীয় নির্দেশ।
আত্মা কি, তার স্রষ্টা কে, স্রষ্টার সহিত মানবাত্মার কি সম্পর্ক, আল্লার প্রতি মানুষের এবং মানুষের প্রতি মানুষের কর্তব্য কি, ইহলোক, পরলোক, কর্মফল, নিয়তি পাপ- পুণ্য, ইত্যাদি সকল প্রশ্নের সম্পর্কেই কুরআনের নির্দেশ সুস্পষ্ট। এই কুরআনকে পাথেয় করে আরবের বীর সন্তানগণ যখন উমাইয়া খলিফাদের বলিষ্ঠ নেতৃত্বে দেশের পর দেশ জয় করে চলছিল, তখন তাদেরই কতকলোক আধ্যাত্মিকতা ও গভীরতর তত্ত্বজ্ঞানের সন্ধানে আল কু রআনের অতলগর্ভে অন্বেষণরত ছিল।
বিজ্ঞানপন্থী মুসলিম দার্শনি কদের ভিতর আলকিনদী, আল-ফারাবী, আর-রাযী এবং ইবনে সিনার জীবন ও দার্শনিক অবদান এই গ্রন্থে আলোচিত হয়েছে। সেই সাথে আলোচিত হয়েছে প্রসিদ্ধ সুফি দার্শনিক ইমাম গাজালীর জীবনকথা ও দর্শন। এই অসাধারণ পাণ্ডিত্যের বলে মুতাজিলা দর্শনের ভ্রমত্রুটি প্রদর্শন করেন এবং বিজ্ঞানপন্থী জড়বাদী মুসলিম দার্শনিকদের চক্ষু উম্মীলন করে দেন এই প্রতিপন্ন করে যে ইন্দ্রিয় লব্ধ জ্ঞানের পরিধিই মনুষ্যজ্ঞানের শেষ সীমা নয়, মানুষের পঞ্চ বাহ্য ইন্দ্রিয় ছাড়া আরো একটি ইন্দ্রিয় রয়েছে যাকে অন্তর ইন্দ্রিয় (Intuition) বলা যেতে পারে যার সাহায্যে মানুষ অতিন্দ্রীয় জ্ঞানের অধিকারী হয়। গাজালী সুফি -দার্শনিকদের তত্ত্বজ্ঞান
আহরণের দিকেই ইঙ্গিত করেন । বস্তুত, এইভাবে তিনি সুফি দর্শন ও শাস্ত্রভিত্তিক ইসলামি দর্শনের ভিতর সেতুবন্ধন রচনা করে মুসলিম জাহানের মানসিকতার ক্ষেত্রে সুদূরপ্রসারী ঐক্য আনয়ন করেন ।
এই পুস্তকে মুসলিম দার্শনিক ছাড়া কয়ে কজন বিশিষ্ট চিন্তানায়কের জীবন ও কার্যকলাপ আলচিত হয়েছে । এঁরা হচ্ছেন , বিজ্ঞান সম্মত পদ্ধতিতে রচিত মানব
ইতিহাসের জন্মদাতা ইবনে খলদুন, পাক-ভারতে মুঘলযুগের ধর্মীয় বিপ্লব হতে মুসলমানদে র রক্ষাকারী হযরত মুজাদ্দেদ আলফে সানী, মুসলিম জাতির পতন যুগে পাক-ভারতে র নির্যাতিত মুসলিমদের
ভিতর আত্মসম্বিৎ জাগ্রতকারী শাহ্ ওয়ালীউল্লাহ দেহলবী। বিভিন্ন যুগে জাতীয় সঙ্কটে এই সকল মনীষীর চিন্তাধারা, কর্ম ও জীবনাদর্শ মুসলিম জাতির ইতিহাসের মোড় ফিরিয়েছে। পাকিস্তান এক
নবজীবনের উন্মেষ পথে পদক্ষেপ করেছে । এই যুগসন্ধিক্ষণে এই গ্রন্থ যদি তরুণ পথ-চারীদের যাত্রাপথে কিঞ্চিৎ প্রেরণা যোগাতে সমর্থ
হয়, তবেই এই গ্রন্থের প্রকাশনা সার্থক বিবেচিত হবে।