কবিতায় ফেরা মানে ভালবাসার কাছে ফেরা : টোকন ঠাকুর, কবি, চলচ্চিত্র নির্মাতা
কোথাও একটি গন্তব্য আছে, মনে মনে, মানুষের। কেন গন্তব্য থাকে ? মানুষ কোথাও যেতে চায়। যাপিত জীবনের অভিজ্ঞানে যে অপূর্ণতা হাহাকারের মতো বেজে চলে, সেই অপূর্ণতাই তাকে পূর্ণতার মোহে ঘুরিয়ে মারে। হয়তো কোনও মহামায়া স্টেশনে তাকে প্রলুব্ধ করে। পার করে আসা অধ্যায় স্মৃতি হয়ে চিকচিক করে। নির্ঘুম রাত্রির জানালা ভেদ করে চোখ চলে যায় শূন্যতার অভিযাত্রায়। যেন বা নিজের মুখোমুখি দাঁড়িয়ে নিজের সঙ্গেই চলে কথাবার্তা। সেইসব কথা, বার্তা, ব্যাকুলতা, বিষণ্ণতা, বিহ্বলতা, ধরা পড়ে শব্দে শব্দে, শব্দেরা বাক্য গড়ে দেয়। বাক্য আমাদের নিয়া চলে বিষাদের বাগান বাড়িতে। বিষাদ-বাগান কি কি ফুল ফুটছে ? কি কি গাছ কি কি পাখি ডালে নিয়ে দাঁড়িয়ে আছে ? 'ফছিলের কাছে যাই' কাব্যগ্রন্থই কি সেই বাগান ?