চাঁপাইনবাবগঞ্জের কানসাটের বিদ্যুৎ আন্দোলন একবিংশ শতাব্দীর প্রারম্ভে বাংলাদেশের গ্রামীণ সমাজের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। মূলত ২০০৫ সালে শুরু হওয়া এ আন্দোলনটি চলেছে ২০০৬ সালের এপ্রিল পর্যন্ত। আন্দোলনের বাস্তব পরিস্থিতি যদিও জাতীয় পরিস্থিতিজাত, তথাপি আন্দোলনের শুরু, সংগঠন ও নেতৃত্বের প্রকৃতিতে একে স্থানীয় স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই চিহ্নিত করা যায়।
রাষ্ট্রের বল প্রয়োগের কারণে দাবিদাওয়াকেন্দ্রিক স্থানীয় স্বতঃস্ফূর্ত এ আন্দোলন ভয়াবহ রক্তাক্ত সংগ্রামে রূপ নেয়। সে কারণে কানসাট বিদ্যুৎ আন্দোলন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিদ্যুৎ নিয়ে সংগঠিত স্থানীয় এ আন্দোলন কীভাবে এত রক্তাক্ত ও দেশজুড়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল, তার বিশদ বিবরণ নিয়েই এই বই।