লেখক ইমতিয়ার শামীমের বিশ্লেষণধর্মী এই বইটি ২০০৭-০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের শাসনকাল এবং এর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক প্রভাব নিয়ে রচিত। এ বইতে উঠে এসেছে কীভাবে সামরিক-তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রম দেশের নির্বাচনব্যবস্থা, অর্থনৈতিক নীতি এবং সাধারণ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করেছিল। বইয়ে লেখক আলোকপাত করেছেন ২০০১-০৬ সালের জোট সরকারের দুঃশাসন, অর্থনীতির শক থেরাপি, রাজনৈতিক দুর্নীতি, নাগরিক সমাজের ভূমিকা এবং আন্তর্জাতিক কর্পোরেট স্বার্থের জটিল কার্যক্রম।
বইটি মুক্তবাজার অর্থনীতির প্রভাব, সামরিকতন্ত্রের ছদ্মবেশী উপস্থিতি, এবং রাজনীতিতে সুশীল সমাজের প্রভাব সম্পর্কে নতুন দৃষ্টিকোণ তুলে ধরে। এতে বলা হয়েছে, কীভাবে সংকট তৈরি করে এবং তা কাজে লাগিয়ে রাজনীতিক ও অর্থনীতিবিদরা নিজেদের উদ্দেশ্য হাসিল করেন।
এই বইটি তাদের জন্য যারা বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি এবং সমসাময়িক সামাজিক বিষয়গুলো গভীরভাবে বোঝার চেষ্টা করেন। কেমন ছিল ২০০৭-০৮ তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র? বর্তমানে ক্ষমতার কেন্দ্রে থাকা প্রধান উপদেষ্টা ড. ইউনুস এর ভূমিকা তখন কেমন ছিল? পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার এবং সুশীল সমাজের দীর্ঘমেয়াদি প্রভাব এবং বর্তমান প্রেক্ষাপট বোঝার জন্য এটি হতে পারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ!