:হাজত থেকে ছাড়া পেয়ে আমি সোজা চলে গেলাম নিউমার্কেট কাঁচাবাজার।
:কেন?
:ভাবলাম বৃষ্টি হয়েছে খুব, ইলিশ মাছ ভাজা খেতে তোমার অনেক ভালো লাগবে। এই নিয়ে আসলাম এক জোড়া। তুমি খুশি হওনি?
:খুশি হয়েছি কি-না, এখনো বুঝতে পারছি না। কোনো তরুণী মেয়ের জন্য উপহার হিসেবে কেউ ইলিশ মাছ আনে, এই প্রথম দেখলাম।
:খুবই ভালো ইলিশ। পদ্মার। এক নম্বর।
:থ্যাংক ইউ।
:তোমার জন্যে না আরেকটা জিনিস এনেছি।
:অন্য কোন মাছ? কী মাছ?
:ফালতু টাইপের একটা ফুল। সস্তা। এক টাকায়, এক জোড়া। তুমি রাগ করোনি তো?
-বাদল দিনের প্রথম কদম ফুল