`মধ্যরাতের অশ্বারোহী’ বাংলাদেশে সর্বাধিক প্রকাশিত সুপ্তকগুলির মধ্যে অন্যতম প্রায় প্রতিবছরই এর সংস্করণ নতুন করে প্রাশের তাগিদ আছে। এমের্ম পাঠক আদৃত অবস্থায় এই পুস্তকটি তৃতীয়বার প্রকাশিত হলো-তবে চার খণ্ড এক মলাটের অন্তর্গত। অর্থাৎ পাঠকদের সুবিধার্থে পুস্তকের চার খণ্ডকে একত্রে একই মলাটের অন্তর্গত করে এবার মধ্যরাতের অশ্বারোহী প্রকাশিত হলো। প্রকাশক মহিউদ্দিন আহমেদ ১১৪ মতিঝিল বাণিজ্যিক এলাকা থেকে দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের পক্ষে ‘মধ্যরাতের অশ্বারোহী’ প্রথম প্রকাশ করেন। প্রথম প্রকাশ ডিসেম্বর ১৯৮২ পরে নিয়মিত প্রকাশিত হতে থাকে। প্রখ্যাত শিল্পী রফিকুননবী এই পুস্তকের প্রচ্ছদ এঁকেছেন এবং অলংকরন করেছেন। পুস্তকটির এক খণ্ড জাতীয় প্রেস ক্লাবকে উৎসর্গ করা হয়।এরপরে পুস্তকটি প্রকাশের দায়িত্ব নেন জনাব মফিদুল হক তাঁর সাহিত্য প্রকাশ থেকে। পরিপাটি অবস্থায় প্রথম সাহিত্য প্রকাশ সংস্করণ প্রকাশিত হয় ২০০৩ সালে চার খণ্ডে।বাজারে বর্তমানে এই প্রকাশনাই এখন চার খণ্ডে চলছে।বর্তমানে পুস্তকটি পুনঃপ্রকাশের প্রশ্ন উঠেছে। এই পু্স্তুকের চার খণ্ড একত্রে এক মলাটের অধীনে ‘অনন্যা’ অখণ্ড সংস্করণ প্রকাশ করেছে এতে পাঠকের সুবিধা বৃদ্ধি পাবে বলে আশা করি। আমার রচনাবলীর মধ্যে অনেক পাঠকই ‘মধ্যরাতের অশ্বারোহী’কে সেরা রচনা বলে গণ্য করেন-আমি তাদের কাছে কৃতজ্ঞ। পূর্ব প্রকাশিত প্রথম চার খণ্ডের রফিকুননবীর আঁকা অলংকরণ অখণ্ড সংস্ককরণে পুনরায় ব্যবহার করছি। এজন্য রফিকুল নবী ও সাহিত্য প্রকাশ-এর কর্নধার জনাব মফিদুল হক কাছে কৃতজ্ঞ।
ফয়েজ আহ্মদ
১.১.২০১২