দৈনিক পত্রিকায় প্রকাশিত মন্তব্য প্রতিবেদনগুলো জড়ো করে বই করা কেন?
শুধুই কি আর্কাইভ হিসেবে? প্রশ্ন দুটির উত্তর আমাদের প্রবণতার মধ্যেই লুকিয়ে আছে। আমরা এক ভীষণ ঘটনাবহুল দুনিয়ায় বাস করছি। একটি ঘটনাকে অন্য আরেকটি ঘটনা এসে সরিয়ে দিচ্ছে। এক অঘটনকে ধামাচাপা দিতে কিউতে দাঁড়িয়ে থাকছে আরও বড় কোনো অঘটন। মানুষ ভুলে যাচ্ছে। তাকে ভুলতে দিতে প্রতিনিয়ত করা হচ্ছে বিচিত্র সব আয়োজন। আর এই ভুলে যাওয়ার হাওয়াই ফুলিয়ে তুলছে পরবর্তী দুর্যোগ ও দুর্ভোগের পাল। এই পালের শক্তি যত কমবে, মানুষের ভোগান্তি কমার সম্ভাবনা তত বাড়বে। তাই ভুলের মন্ত্র ভুলে অর্ণবের চাওয়া পূর্ণ করে জেগে উঠুক সবাই, বুঝে নিক নিজের পাওনা। ভোগের এই দুনিয়ায় নিরুপায় মানুষের ভোগান্তি কমুক।