যেভাবে বেড়ে উঠি" হলো কবি আল মাহমুদের একটি আত্মজৈবনিক রচনা।
এই রচনাটি তার "আত্মজৈবনিক রচনাসমগ্র" গ্রন্থের একটি অংশ। গ্রন্থটিতে চারটি রচনা রয়েছে: "যেভাবে বেড়ে উঠি", "যে পারো ভুলিয়ে দাও", "বিচূর্ণ আয়নায় কবির মুখ", এবং "কবির সৃজন বেদনা"। "যেভাবে বেড়ে উঠি" তে কবি তার জন্ম থেকে কৈশোর পর্যন্ত বেড়ে ওঠার অভিজ্ঞতা বর্ণনা করেছেন।