By safeguarding documentation, testimonies, and primary narratives before they can be manipulated or erased, BRAIN seeks to make future manipulative history revisionism extraordinarily difficult, ensuring that Bangladesh's political, social, and cultural evolutions remain anchored in authentic evidence rather than state-sponsored mythology.
বিপ্লব, স্বাধীনতা সংগ্রাম কিংবা গণ-অভ্যুত্থানের মতো ঘটনায় যারা জড়িত থাকেন, ভূমিকা পালন করেন, তারা তীব্র আবেগের মধ্য দিয়ে যান, দীর্ঘকাল সেই আবেগের মধ্যে থাকেন। তাই ইতিহাস রচনার ক্ষেত্রে এই আলোচনা যৌক্তিকভাবেই আছে- এসব ক্ষেত্রে ভূমিকা পালনকারীদের বয়ানে ইতিহাসের সাথে আবেগের মিশেল থাকে।
ভবিষ্যৎ ইতিহাস রচনাকারীদের ট্রুথের কাছাকাছি যাবার জন্য যতো বেশি সম্ভব ফ্যাক্ট পেতে হবে। BRAIN এর এই সংকলন অনেক ফ্যাক্ট এর প্রাথমিক সংকলন। এগুলো ভবিষ্যতের গবেষকদের সঠিক ফ্যাক্ট খুঁজে বের করতে এবং ট্রুথ এর কাছাকাছি যেতে সাহায্য করবে।















