সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭) বাংলা সাহিত্যে 'কিশোর কবি' হিসেবে খ্যাত। পার্থিব জীবনে তাঁর আয়ু ছিল স্বল্প কিন্তু বাংলা সাহিত্যে তাঁর অপার্থিব অবদান চিরস্মরণীয়। মাত্র একুশ বছরের জীবনের সাহিত্যচর্চায় তিনি বাংলা কবিতার এক স্বতন্ত্র অধ্যায় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। কবিতার পাশাপাশি মানবমুক্তির আন্দোলনের সংগঠক ও কর্মী হিসেবেও তিনি ইতিহাসে অমর হয়ে থাকবেন।