খালিদ মুহাম্মাদ সাইফুল্লাহ
১৯৯৭ সালে কুড়িগ্রাম জেলার রৌমারীতে জন্ম। কওমি মাদরাসার প্রাথমিক পাঠ শেষে দুই হাজার বারো সালে তিনি ঢাকার মুসলিম বাজার মাদরাসায় ভর্তি হন। জালালাইন ক্লাস পর্যন্ত ছিলেন মাণ্ডার মারকাজুল উলুমে। ঢাকার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মুহাম্মদপুরে তিনি প্রাতিষ্ঠানিক পড়াশোনার ইতি টানেন। তুলনামুলক ধর্মতত্ত্বের উপর এক বছরের তাখাচ্ছছ সম্পন্ন করেন উক্ত প্রতিষ্ঠান থেকেই। অতঃপর কবি ও চিন্তক মুসা আল হাফিজ কর্তৃক পরিচালিত মা'হাদুল ফিকরি ওয়াদ দিরাসাতিল ইসলামিয়ার সাহিত্য ও গবেষণা বিভাগে ছিলেন এক বছর। সমাজ, দর্শন ও রাজনীতি নিয়ে চিন্তাচর্চা ও লেখালেখিতে তার বিশেষ আগ্রহ। তার বেশকিছু মৌলিক ও অনূদিত রচনা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে। এটি বাংলা ভাষায় ত্বহা আবদুর রহমানের তত্ত্বচিন্তা অনুবাদ ও চর্চা গতিশীল করার প্রচেষ্টা মাত্র।