ত্বাহা আবদুর রহমান মরোক্কান চিন্তাবিদ। মুসলিম দুনিয়ায়ই নয় কেবল, বরং ইতিমধ্যে যে পশ্চিমা অ্যাকাডেমি য়ায়ও তিনি বেশ সুনাম কুড়িয়েছেন। তুরাস (ঐতিহ্য), আধুনিকতা, দর্শন-রাজনীতি ও আখলাক (চরিত্র) ইত্যাদি নিয়ে তাঁর পাঠ ও চিন্তার মৌলিকত্ব অনস্বীকার্য। জ্ঞান ও চিন্তার এসব ময়দানে তিনি সমান্তরালে ভূমিকা রেখেছেন। ত্বাহা আবদুর রহমান ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমি ক শিক্ষা সম্পন্ন করে ন ‘জাদি দাহ’ শহরে । রিবাতের জামিআ মুহাম্মদ আল খামিস থেকে মাধ্যমি ক শিক্ষা সমাপ্ত করে সরব বিশ্ববিদ্যালয়ে ‘দর্শন শাস্ত্রের’ ওপর গ্রাজুয়েসন লাভ করে ন। তাঁর আগ্রহের বিষয় ছিল দর্শন। শিক্ষ কতা জীবনে তিনি জামিআ মুহাম্মদ
আল খামিসে ‘ভাষা-দর্শন ও যুক্তিবি দ্যা’ পাঠদানে নিয়োজিত ছিলেন ১৯৭০ থেকে ২০০৫ সাল পর্যন্ত । এছাড়াও ‘আল জামইয়্যাতুল আলামি ইয়্যা লিদ দি রাসাতিল হিজাজি ইয়্যা’-র গুরুত্বপূর্ণ সদস্য ও মরক্কো প্রতিনিধি ছিলেন।
তুরাস