কামালউদ্দীন আহমদ খান
১৯০৭ সালের ১০ মে চট্টগ্রামের জন্মগ্রহণ করেন। প্রগতিশীল এবং শিক্ষামোদী পরিবারের সন্তান হিসেবে তিনি প্রথম থেকেই আধুনিক শিক্ষার আবহের মধ্যে বেড়ে ওঠেন। চট্টগ্রামেই মহাবিদ্যালয়ের শিক্ষা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে বিএসসি অনার্স এবং এমএসসি ডিগ্রি লাভ করেন। একজন সাহিত্যানুরাগী হিসাবে বুদ্ধিরমুক্তি আন্দোলন ও শিখা গোষ্ঠির সাথে সম্পৃক্ত হন। নিজস্ব রচনার সংকলন প্রকাশিত হয় 'কথায় কথায়' নামে। তিনি শিশুদের জন্য বেশ কিছু ইংরেজি রচনা অনুবাদ করেন। সমকালীন বিভিন্ন পত্রিকায় তাঁর অনুদিত ও সমালোচনামূলক রচনা প্রকাশিত হয়েছ। এক পর্যায়ে ইকবালের কাব্য এবং দর্শন নিয়ে আগ্রহ বোধ করেন এবং ইকবালের The Development of Metaphysics in Persia অনুবাদ করেন। অবিভক্ত ভারতে সরকারি চাকুরিজীবন শুরু করে পাকিস্তান ও বাংলাদেশে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালের চার অক্টোবার পরলোক গমন করেন। তিনি স্ত্রী সুফিয়া কামালসহ তিন কন্যা ও দুই পুত্র রেখে যান।