ভজন বিশ্বাস
জন্ম ১৯৯১ সালের ৫ জুলাই নড়াইলের কালিয়া উপজেলার হাড়িয়ারঘোপ গ্রাম। সুমেরুখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিঙ্গাশোলপুর কালী প্রসন্ন মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ-অধ্যয়নকালে তিনি ব্যক্তি জীবন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের জীবন-বাস্তবতা, দুঃখ-দুর্দশা, সমাজের অসঙ্গতি ইত্যাদি নিয়ে লিখতে শুরু করেন। মূলত মাধ্যমিক শিক্ষাকাল থেকেই তার লেখালেখিতে হাতেখড়ি। উচ্চমাধ্যমিক শেষে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। সাহিত্যে তার আগ্রহের প্রধান বিচরণক্ষেত্র মূলত কবিতা। তিনি শোষণ-বৈষম্যহীন একটি সাম্যের সমাজের স্বপ্ন দেখেন। পূর্বে কয়েকটি লিটল ম্যাগাজিনে ও পাণ্ডুলিপির কবিতা-৩ নামক একটি সংকলনে তার কিছু কবিতা ছাপা হয়। আগুনের স্বপ্ন ফাগুনের ফুল তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।