ড. মুহাম্মদ ইকবাল
(১৮৭৭-১৯৩৮) বৃটিশ ভারতের কবি, দার্শনিক ও ব্যরিস্টার। বিংশ শতাব্দীতে প্রাচ্যের অন্যতম প্রভাবশালী দার্শনিক যিনি কবিতাকে তাঁর দর্শনের মাধ্যম করেছেন। এই বইটি তাঁর ১৯০৮ সালে মিউনিখ বিশ্ববিদ্যালয়ে পেশ করা পিএইচডি থিসিস। এতে তিনি অনুসন্ধান করেছেন পারস্যে জরথুস্ত্রের কাল থেকে বাহাই মতের উদ্ভব পর্যন্ত প্রজ্ঞজ্ঞচর্চা বা অধিবিদ্যার বিকাশের ধারা। পাশ্চাত্য চিন্তা পদ্ধতিতে প্রশিক্ষণ পাওয়া মনের সঙ্গে প্রাচ্য আবহের মনের মিলিত রূপ নিয়ে ইকবাল এই সংক্ষিপ্ত কিন্তু সজীব পাঠটি তৈরি করেছেন। সুফিবাদের উৎপত্তি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বিষয়টিকে পূর্ববর্তী অনুসন্ধানের তুলনায় আরও বৈজ্ঞানিক পদ্ধতিতে বিবেচনা করার দাবি করেছেন। এই রানাটি মূলত পারস্য চিন্তাধারার বিভিন্ন পদ্ধতি এবং একে অপরের সাথে তাদের সম্পর্ক ব্যাখ্যা করার সাথে সম্পর্কিত। হাজার বছর ধরে তৈরি হওয়া সৃদ্ধ ও জটিল চিন্তাধারাগুলোকে ইকবাল মাত্র শতাধিক পৃষ্ঠায় সুসংহতভাবে তুলে ধরার উদ্দোগ নিয়েছেন।