তনয় রহমান
লেখক পরিচিত: জন্ম ১৯৯৭ সালের ৫ আগস্ট কিশোরগঞ্জে। আমি একজন পুরোদস্তুর পাঠক। কৈশোর থেকেই আরবি, ফারসি এবং উর্দু এই তিন ভাষায় দক্ষতা অর্জন আর সাহিত্যপাঠ শুরু। বর্তমানে ব্যস্ত রয়েছি ইতিহাস, শিয়া ফিকাহ আর তাফসির নিয়ে পড়াশোনায়। ব্যক্তিগত জীবনে আমি একজন খৈয়াম অর্থাৎ বস্ত্রপ্রকৌশলী।