ইসলামের ইতিহাসে যে দুইটি মতবাদের অনুসারীরা সবচেয়ে বেশি কট্টরপন্থীদের দমনপীড়নের শিকার হয়েছে তা হলো শিয়া ও সুফিরা। বিশেষ শিয়াদের পীড়িত হয়ে নবী মুহাম্মদ (সা) এর মৃত্যুর পর থেকেই। শুধু তাই নয় যুগের পর যুগ ধরে শিয়া এবং সুফিরা প্রোপাগাণ্ডার শিকারও হয়ে এসেছে। শিয়াদের উপর অত্যাচার তো একসময় এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিলো যে শিয়ারা নিজেদের পরিচয় গোপন করে তাকিয়ার আশ্রয় নিয়ে সুন্নি এবং সুফি হিসেবে জীবনযাপন করতো। এছাড়া শিয়া এবং সুফিরা উভয়েই ইমাম আলীর (আ) অনুসরণ করে এবং সুফিরা তাদের সিলসিলা আলী বংশীয় মাসুম ইমামদের মাধ্যমেই অনুসন্ধান করে। ফলে শিয়া ও সুফিদের আন্তঃসম্পর্ক অত্যন্ত গভীর। সুফি সাহিত্যে তাই শিয়াদের প্রভাবও লক্ষণীয়। সুফি সাহিত্যে শিয়া প্রভাব বইটি সুফি এবং শিয়াদের সম্পর্ক ও তাদের বিরুদ্ধে চালানো প্রোপাগাণ্ডার বিরুদ্ধে সত্য ইতিহাস তুলে ধরার ক্ষুদ্র প্রয়াস মাত্র।
কাকতালীয়ভাবে আমি যেদিন এই বইটি লেখা শুরু করি সেদিন ছিল ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, ইমাম আলীর জন্মদিন। প্রথমদিকে কেবল সুফি কবিদের রচনায় শিয়া মতবাদের প্রভাব নিয়ে লেখার পরিকল্পনা থাকলেও পরবর্তীতে শিয়া মতবাদের উৎপত্তি এবং সুফিদের কাছে কেন ইমাম আলীর গুরুত্ব অপরিসীম তা নিয়েও আলোচনা করতে হয়েছে। তাই গ্রন্থটিতে আপনারা ইসলামের ইতিহাসে ইমাম আলীর মর্যাদা, সুফি সিলসিলায় তাঁর স্থান এবং ধর্মীয় ও রাজনৈতিক মতবাদ হিসেবে শিয়াদের উত্থান নিয়ে সংক্ষিপ্ত আলোচনা দেখতে পাবেন। তারপর পারস্যের সুফিদের এবং সুফি কবিদের উপর শিয়া মতবাদের প্রভাব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা থাকবে।
এখানে ভারতীয় সুফি কবি আমীর খসরুকে নিয়ে আলোচনা হয়নি কারণ তাকে নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনার পরিকল্পনা রয়েছে। সেইসাথে পরিকল্পনা রয়েছে শিয়া মাজহাবের ইতিহাস নিয়ে বিস্তারিত বিশ্লেষণের।