সম্পাদকের কথা
ইসলামি চিন্তাধারার উৎস, তার বিকাশ ও ফলিত রূপের সঙ্গে দেশের মানুষকে পরিচয় করিয়ে দেবার দায়িত্ব ইসলামিক ফাউণ্ডেশনের লক্ষ্যের অন্তর্গত। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন-ব্যবস্থার অভিধা; মানুষের চিন্তা ও কর্মের কতগুলো মৌলিক নীতির ভিত্তিতে মানব প্রকৃতি-সংগত এই জীবন-ব্যবস্থা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র জীবনকে গড়ে তুলতে চেয়েছে। এজন্যে এরূপ একটি জীবন-ব্যবস্থা বাস্তবে রূপায়ণের জন্যে এর মূল সূত্রগুলোর সঙ্গে যেমন পরিচয় থাকা দরকার তেমনি এই সূত্রগুলোকে বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার মোকাবেলা করতে গিয়ে মুসলিম মনীষার যে বৈচিত্র্যপূর্ণ স্ফুরণ ঘটেছে তার সঙ্গেও অন্তরঙ্গ পরিচয় অপরিহার্য। এই পুস্তকে সংকলিত প্রবন্ধগুলোর মধ্যে মুসলিম মনীষার এই স্ফুরণ তথা মুসলিম চিন্তার বিকাশের সংক্ষিপ্ত অথচ মূল্যবান আলোচনা পরিবেশিত হয়েছে।
সব কয়টি প্রবন্ধই ইতিপূর্বে ইসলামিক একাডেমির ত্রৈমাসিক মুখপত্র ‘ইসলামিক একাডেমি পত্রিকা’য় ছাপা হয়েছে। লেখকদের মধ্যে তিনজন—ড. মুহম্মদ শহীদুল্লাহ, মওলানা মুহাম্মদ অলিউর রহমান ও এ. বি. এম. সুলতানুল আলম চৌধুরী আর আমাদের মধ্যে নেই। তাঁদের লেখাগুলো তাঁদের জীবদ্দশায় ইসলামিক একাডেমি পত্রিকায় ছাপা হয়েছিল। এঁদের মধ্যে মওলানা মুহাম্মদ অলিউর রহমান ১৯৭১ সালের ১১ ডিসেম্বর শাহাদত বরণ করেন। মওলানা অলিউর রহমান ছিলেন একনিষ্ঠ কর্মী ও আওয়ামী ওলামা পার্টির নেতা।
পুস্তকটি উৎসুক পাঠক, বিশ্ববিদ্যালয় ও কলেজের ইসলামি সংস্কৃতি ও ইতিহাসের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের ঔৎসুক্য মিটাতে অনেকটা সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস।
বলা বাহুল্য প্রবন্ধগুলোতে যেসব মতামত ব্যক্ত হয়েছে তা লেখকদের নিজস্ব।
লেখক পরিচিতি
ড. মুহম্মদ শহীদুল্লাহ-
বহু ভাষাবিদ পণ্ডিত, বৈয়াকরণ, অধ্যাপক, সাহিত্যিক, ধর্মবেত্তা, ইসলামি ধর্মশাস্ত্রে গভীর পাণ্ডিত্যের অধিকারী ড. মুহম্মদ শহীদুল্লাহ্ বাংলা ভাষাভাষীর গৌরব, ভারতীয় উপমহাদেশে বিদ্বজ্জন সমাজে একটি সুপরিচিতি নাম।
ড. ফজলুর রহমান-
ইসলামি পণ্ডিত, ইসলামের উপর একাধিক গ্রন্থ ও বহু গবেষণামূলক প্রবন্ধের লেখক, পাকিস্তানে কেন্দ্রীয় ইসলামি গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন ডিরেকটর এবং বর্তমানে আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
ইসমাঈল আর আল-ফারুকী-
সিরীয় অধ্যাপক, পাকিস্তানের কেন্দ্রীয় ইসলামিক রিসার্চ ইনস্টিটিউট সাবেক পদস্থ কর্মচারী ও আমেরিকার সিরাকিউজ ইউনিভার্সিটির অধ্যাপক, ইসলামের উপর বহু গবেষণামূলক প্রবন্ধ ও রচনার লেখক।
মযহার উদ্দীন সিদ্দিকী-
ইসলামের উপর বহু মূল্যবান গ্রন্থের লেখক, গবেষক ও ইসলামাবাদস্থ ইসলামি গবেষণা ইনস্টিটিউটের পদস্থ কর্মচারী।
এ. বি. মুহাম্মদ সুলতানুল আলম চৌধুরী-
প্রাক্তন অধ্যাপক, সাবেক আইন পরিষদ সদস্য (১৯৫৪-৫৮) কেন্দ্রীয় ইসলামি গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন পদস্থ কর্মচারী, ইসলামি শাস্ত্রে সুপণ্ডিত।
মওলানা মুহাম্মদ অলিউর রহমান-
ইমলামী শাস্ত্রে সুপণ্ডিত, প্রগতিশীল চিন্তাধারার বাহক, চিন্তাশীল লেখক।
অধ্যাপক মতিয়ুর রহমান-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক, ইতিহাসের গভীর অনুরাগী ছাত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির উপর পুস্তক এবং একাধিক প্রবন্ধের লেখক।
অধ্যাপক মুহাম্মদ আবদুর রাজ্জাক-
বাংলা কলেজের আরবি ভাষার প্রাক্তন অধ্যাপক, ফরিদাবাদ ইদারাতুল মা’রেফের অধ্যক্ষ ও গ্রন্থকার।