এখন হিজরি ৫৬১ সাল; কিন্তু আজ থেকে দেড়-শতাব্দী পূর্বে-মুসাফির বিশেষত হজ-যাত্রীদের জন্য ওই কাঁচা-উঁচুনিচু পথটি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক।
যে পথটি ‘বাহরে খিজির’-এর দক্ষিণ উপকূল থেকে শুরু হয়েছে, তারপর বাবেল শহর হয়ে (ফেরদৌসীর) শাহনামায় বর্ণিত প্রাচীন দেওয়াস্তান; অর্থাৎ মুলকে মাজিনদারান, এলাকায়ে রুদবার ঘুরে, তালেকানের পাহাড়ের দক্ষিণ-উত্তর পার্শ্ব পার হয়ে কাজভিন অতিক্রম করে গেছে।
দীর্ঘদিন ধরে এই পথের অবস্থা এমন বেহাল যে, দিনে-দুপুরে বড়ো বড়ো কাফেলা লুট হয়ে যায়; নিরপরাধ মানুষের লাশ ঠাণ্ডায় জমে বরফের মতো বছরের পর বছর ধরে চলে আসা জুলুম-হত্যা ও লুণ্ঠনের নিদর্শন হয়ে পড়ে থাকে