হাওয়ারা হারিয়ে যায়। হারিয়ে যায় অজানায়৷ কত রকম হাওয়া যে আছে! হিমেল হাওয়া, বসন্ত,লু, ঘূর্ণি হাওয়া৷ শরতের হাওয়া হয় নির্মল, বর্ষার বিষণ্ণ। হৈমেন্তিক হাওয়াত প্রাণ জুডানো মিঠে স্পর্শ থাকে,শীতে হাওয়াত থাকে হিম অনুভূতি৷
গল্পেরা হাওয়াত মতো, কাছাকাছি থেকে যায় বা হারিয়ে যায়। হারিয়ে গিয়েও ছড়িয়ে থাকে চারপাশে। এদের মেহেদীপাতা তোলার মতো আলতো পরশে তুলে নিতে হয় নিজ করতালে৷ কিন্তু সব মেহেদীপাতা কি পারে করতল রাঙাতে? চোখ জুড়াতে? মন ভরাতে? গল্পরাও ঠিক তেমন৷
'আরুশি ও একটি মিছরিদানা আংটি' গল্পগ্রন্থে মলাটে মো ষোলোটি গল্প আছে। ভিন্ন সময়ে, ভিন্ন আবেগে, ভিন্ন মেজাজে লেখা গল্পগুলো মূলত সাজানো হয়ে এই আঙ্গিকে৷