কবি ও বিপ্লবী কি আলাদা স্বত্বা? রাশেদ শাহরিয়ার কি কবি না বিপ্লবী এই প্রশ্নের মীমাংসা এই বইয়ে করা একটু কঠিন। আপাদমস্ত একজন মার্কসবাদী বিপ্লবী কবি রাশেদ শাহরিয়ার যার ভেতরে কবি প্রতিভা আগুনের মতো ছড়িয়ে আছে। কবির দহন, ক্ষরণ, দ্রোহ আর প্রেম মিলেমিশে একাকার হয়ে আছে যেখানে। আগুনের প্রতিভা কী? পুড়ে ছাই করে দেয়া নাকি পুড়িযে শীতল করে দেয়া। গ্রন্থভূক্ত কবিতাগুলো পড়তে পড়তে মনে হতে পারে ছাই করে দেয়াই বুঝি কবির উদ্দেশ্য। কিন্তু গভীরে অভিনিবেশ করলে বুঝা যায় ছাই নয় বরং একটা শীতল মনোমুগ্ধকর মানুষের পৃথিবীই এই আগুনের উদ্দেশ্য। সাহিত্য প্রশ্নে মার্কস আমাদের যেমনটি বুঝাতে চেয়েছেন, সাহিত্য হতে হবে জনগণের জন্য। আগুনের প্রতিভা পড়তে গেলে আপনার মার্কসীয় এই দর্শন চোখে পড়বে।
জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আজকের সাহিত্য মার্কসের এই দৃষ্টিকোণ থেকেই বিবেচিত হচ্ছে। ফলে জুলাই গণ-অভ্যুত্থানের একজন সৈনিক হিসেবে রাশেদের কবিতায় এরকম দর্শন চোখে পড়বে এটাই স্বাভাবিক। ফলে প্রথম যে প্রশ্নটি সামনে এসেছিলো এবার সে প্রশ্নটির মীমাংসা সহজ হয়ে এলো। রাশেদের কবিতায় বিপ্লব ও প্রেম, প্রেমিকা ও শ্রমজীবী মানুষ, প্রাণ-প্রকৃতি ও অর্থনৈতিক নৈরাজ্য যুগপৎভাবে ধরা দেয়। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে "আগুনের প্রতিভা" আমাদের সামনে পাঠের এক ভিন্ন দরোজা খুলে দেয়।